- See more at: http://www.exeideas.com/2013/07/latest-post-blog-automatic-slider.html#sthash.oyTviKjk.dpuf

মুসমানদের জন্য গান শুনা ও গাওয়া জায়েজ নাই। সুত্র-সূরা লুকমানের শানে নুযূল।


নযর ইবনে হারেস নামক এক কাফের বিভিন্ন দেশে সফর করে ব্যবসা বাণিজ্য করত এবং বিভিন্ন ধরনের পুরন কাহিনী এবং পুথিপত্র সংগ্রহ করত। 

সে একবার পারস্য থেকে পারস্য সম্রাটদের এবং অনারবিওদের নানান গল্প কাহিনী সংগ্রহ করে নিয়ে এসে মক্কায় লোকদেরকে বলে মুহাম্মদ (সাঃ) তোমাদের আদ ও সামুদের কাহিনী শোনায়ে। আমি তোমাদের রুস্তম, সিকিন্দার ও ইরানের বাদশাদের শ্রুতি মধুর কাহিনী শুনাব। 

অনেকেই এইসব শুনত। 

সে একজন গায়িকও খরিদ করে নিয়ে আসে। যে ব্যক্তি ইসলামের প্রতি কিছুটা জুকে পড়ত তার কাছে এই গায়িকাকে নিয়ে যেত এবং গায়িকাকে বলত তাকে গান শুনাও, মদপান করাও, ভালো মন্দ খাওয়াও। আর সেই লোক বলত মুহাম্মদ (সাঃ) যে তোমাদের নামায পড়তে বলে, রোযা রাখতে বলে এটা এর চেয়ে উত্তম। আর এই পরিপ্রেক্ষিতে সূরা লুকমানের আয়াত নাযিল হয়ে। (কুরতুবি, বাহারে মুহিত, সফওয়াত, শারহিঃ)

Microworkers.com হতে টাকা কিভাবে উঠাব। পর্ব - ৩ (টাকা উত্তোলন)

এখানে বলে রাখা ভালো যে Microworkers.com হতে টাকা উঠানোর জন্য আপনাকে অবশ্যই Paypal.com অথবা Moneybookers.com Verify অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশের জন্য Moneybookers.com সবচাইতে ভালো। কারন Moneybookers.com বাংলাদেশের সব ব্যাংক সাপোর্ট করে। আর টাকাও ১০০% পাবেন নিশ্চিত। আর Paypal.com বাংলাদেশেই সাপোর্ট করেনা।

১। ১০ ডলার হলে আপনে টাকা উঠাতে পারবেন।

২। Withdraw বাটন এ ক্লিক করুন।

৩) চিত্রের লিংকটি ক্লিক করুণ।

৪) আপনার পছন্দের অপশন ক্লিক করে Submit বাটন ক্লিক করুণ। 

৫) ৭-১০ দিনের মধ্যে টাকা আপনার Online অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে।

৬) প্রথম টাকা সেন্ড করার সময়ে আপনাকে ১০ দিন অতিরিক্ত সময় লাগবে কারন আপনার ওরা আপনার ঠিকানা যাচাই করবে একটি চিঠির মাধ্যমে। সেই চিঠিটিতে গোপন নাম্বার থাকবে যাকিনা প্রথম টাকা সেন্ড করার চাবে।

৭) পিন কোডটি Submit করুণ।

৮) কনফার্ম মেসেজ পাবেন।

৯) আপনাকে টাকার পরিমাণ ও পিন সঠিক কিনা নিশ্চিত করবে।

১০) শেষে বিস্তারিত একটি ফরম পাবেন।

Teen twist


Teen fashion is highly influenced by their idols. This is of course not a new notion as in the past young boys and girls have always looked out for role models. Teen actors, entertainers, and singers do and will continue to play a vital role. Although now it has become a global phenomenon where the young stars create a colossal following. Their every fashion expression is imitated. Hair, accessory, clothing, the whole look and attitude are given full attention by their fans.
The teen market has become enormous. This is due to the new-fangled fame of the great number of adolescent stars in recent years. The entertainment industry is putting a lot of attention in not only creating these idols but also in marketing them commercially as individuals across the globe. They are stand-alone brands now to be taken very seriously.
I shall try to decipher the teen trends. It has come to my attention that there are a number of categories and fashion divides that set their fashion doctrines. The following are a few styles, such as easy casual, sports, rock star, and a school prep look.
The major teen stars are a rage so lets look at what some of them are wearing. For more read the daily star