- See more at: http://www.exeideas.com/2013/07/latest-post-blog-automatic-slider.html#sthash.oyTviKjk.dpuf

মুসমানদের জন্য গান শুনা ও গাওয়া জায়েজ নাই। সুত্র-সূরা লুকমানের শানে নুযূল।


নযর ইবনে হারেস নামক এক কাফের বিভিন্ন দেশে সফর করে ব্যবসা বাণিজ্য করত এবং বিভিন্ন ধরনের পুরন কাহিনী এবং পুথিপত্র সংগ্রহ করত। 

সে একবার পারস্য থেকে পারস্য সম্রাটদের এবং অনারবিওদের নানান গল্প কাহিনী সংগ্রহ করে নিয়ে এসে মক্কায় লোকদেরকে বলে মুহাম্মদ (সাঃ) তোমাদের আদ ও সামুদের কাহিনী শোনায়ে। আমি তোমাদের রুস্তম, সিকিন্দার ও ইরানের বাদশাদের শ্রুতি মধুর কাহিনী শুনাব। 

অনেকেই এইসব শুনত। 

সে একজন গায়িকও খরিদ করে নিয়ে আসে। যে ব্যক্তি ইসলামের প্রতি কিছুটা জুকে পড়ত তার কাছে এই গায়িকাকে নিয়ে যেত এবং গায়িকাকে বলত তাকে গান শুনাও, মদপান করাও, ভালো মন্দ খাওয়াও। আর সেই লোক বলত মুহাম্মদ (সাঃ) যে তোমাদের নামায পড়তে বলে, রোযা রাখতে বলে এটা এর চেয়ে উত্তম। আর এই পরিপ্রেক্ষিতে সূরা লুকমানের আয়াত নাযিল হয়ে। (কুরতুবি, বাহারে মুহিত, সফওয়াত, শারহিঃ)

1 comment:

Anonymous said...

Hi there mates, how is all, and what you would like to say concerning this piece
of writing, in my view its actually remarkable for me.


Visit my web page: Air Jordan